বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা শাখার আয়োজনে প্রথমবারের মতো দিনব্যাপী আয়োজিত হলো কাব স্কাউটদের প্রাণের উৎসব ‘কাব কার্নিভাল ২০২৫’।
সোমবার (২৩ জুন) কক্সবাজার সদর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২৫০ জন কাব স্কাউট, কাব লিডার ও স্কাউট কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার সভাপতি মোহাম্মদ সালাহ্উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি নীলুফা ইয়াসমিন চৌধুরী।
দিনব্যাপী আয়োজনে ছিল ৬টি আকর্ষণীয় স্টেশনভিত্তিক প্রতিযোগিতা- তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া। এ সকল ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমে কাব স্কাউটরা আনন্দের পাশাপাশি নেতৃত্ব, মনঃসংযোগ ও সহনশীলতার চর্চা করার সুযোগ পায়।
অনুষ্ঠানের অতিথিরা বলেন, শিশুদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাব কার্নিভালের মতো আয়োজনগুলো শিশুদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীলতা বাড়ায়।