ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জ সর. মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থীর কৃতিত্ব

হাজীগঞ্জ সর. মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থীর কৃতিত্ব

জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম রানার্সআপ (দ্বিতীয়) হলেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার, আয়েশা মাকনুন ও মো. আল-আমিন। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ -এ তারা এ কৃতিত্ব অর্জন করে।

"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়'-এই আদর্শিক প্রতিপাদ্যেকে সামনে রেখে গত শুক্রবার (২০ জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (১৮-২০ জুন) মেলার সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন।

এসময় তিনি মেলায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পগবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

এবারের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান, হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ। সোমবার (২৩ জুন) দুপুরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মমতাজ বেগম, নাজমুছ শাহাদাত, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪ সালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার 'বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ' বিষয়ে 'খ' গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার।

একই বছর ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে শিক্ষার্থী মো. নুরুজ্জামান খাঁন।

হাজীগঞ্জ,শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত