ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস-এর প্রতিষ্ঠাতা প্রয়াত রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর সদর উপজেলার খলিলপুরে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় খলিলপুর সিএসএস অফিসে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. নেয়ামত উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসএস রাজবাড়ী জোনের আইটি অফিসার রোনাল্ড হালদার, খলিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম ঝন্টু এবং মো. গরীবুল্লাহ। ক্যাম্পটি সঞ্চালনা করেন খলিলপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. শফিকুল ইসলাম।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় ও দুস্থ মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।

সিএসএস-এর রিজিওনাল ম্যানেজার শামীম উর রহমান বলেন, “প্রয়াত রেভারেন্ড পল মুন্সী সব সময় দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। তার স্মরণে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে আমরা তার আদর্শ ও সেবামূলক চেতনাকে ধরে রাখতে চাই। তিনি আমাদের মাঝে না থাকলেও, তার মহৎ উদ্যোগগুলো আজও বেঁচে আছে এবং থাকবে।”

মা ও শিশু,মেডিকেল ক্যাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত