কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় রাস্তার পাশ থেকে রতন মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন মিয়া উপজেলা সদরের পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, "আজ সকালে রাস্তার পাশে রতন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে, নিহতের স্বজনরা থানায় এসে বলে যে, রতন মিয়া বিগত তিন বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলো। রাতে প্রায়ই বাড়ি ফিরতোনা রতন মিয়া। গতরাতেও বাড়িতে ফিরেনি, সকালে রাস্তার পাশে মরদেহ পাওয়া গেছে। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।