ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

৬ দফা দাবিতে ঈশ্বরদীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

৬ দফা দাবিতে ঈশ্বরদীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ঈশ্বরদী শাখার আয়োজনে এ কর্মসূচিতে উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা। আমরা আমাদের নিজ দায়িত্ব পালনের পাশাপাশি দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ইত্যাদি।

এসময় অন্যান্য নেতারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে কেন্দ্র থেকে ‘শাটডাউন’সহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।

দাবি,স্বাস্থ্য সহকারী,অবস্থান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত