ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় বসতবাড়িতে সশস্ত্র ডাকাতি, গুলিতে গৃহকর্তা নিহত

উখিয়ায় বসতবাড়িতে সশস্ত্র ডাকাতি, গুলিতে গৃহকর্তা নিহত

কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় বসত বাড়িতে সশস্ত্র ডাকাতি হয়েছে। লুটপাট করে ফেরার পথে ডাকাতদলের গুলিতে গৃহকর্তা নিহত এবং তার ভাই গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি নুরুল আমিন বাবুল (৪০) একই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান (৩৫) নিহতের ছোট ভাই।

নিহতের স্ত্রী আছিনা খাতুন বলেন, গতকাল সন্ধ্যায় বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে পানের বরজ থেকে তুলে আনা পান গোছগাছ (বিড়া) শেষে স্বামী নুরুল আমিন বাবুল বাজার থেকে মাছ কিনতে যান। সঙ্গে ছোট ভাই মোহাম্মদ হাসানও ছিলেন। তারা মাছ কিনতে বের হওয়ার কয়েক মিনিট পর মুখোশপরা ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়িতে হানা দেয়।

ঘটনার বিবরণ দিয়ে আছিনা খাতুন বলেন, ডাকাতদল লম্বা বন্দুক, কিরিচ ও ছোরা নিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে। এ সময় স্বর্ণালংকার এবং কোরবানিতে গরু বিক্রির বাবদ থাকা নগদ ২ লাখ টাকা লুট করা হয়। পথিমধ্যে তার স্বামী ও দেবর বাড়িতে ফেরার পথে ডাকাতদলের সম্মুখে পড়েন। এতে তাদের লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে এবং কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত তা- তদন্ত করছে পুলিশ। একইসঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডাকাতি,গুলি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত