লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে আবারও সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয়রা তাদের আটক করেন।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তে ৮৮২ নং মেইন পিলার দিয়ে বিএসএফ তাদের পুশইন করেন।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বরের ২ নম্বর উপপিলারের বাংলাদেশের বাউরা হোসনাবাদ সীমান্তের বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফ এর মহেশমারী ক্যাম্পের সদস্যরা সাতজনকে পুশ-ইন করেন। তাদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
এঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।