ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চরাঞ্চলে গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জে চরাঞ্চলে গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে গবাদিপশুর ক্ষুরা রোগের টিকা প্রদান প্রকল্প কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে ওই উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহআলম।

তিনি বলেন, ফুট এন্ড মাউথ ডিজেজ (এফএমডি) বা ক্ষুরা রোগ গবাদি পশুর জন্য একটি মারাত্মক ব্যাধি। এ ব্যাধিকে প্রতিরোধ করতে প্রতিটা গরুকে ভ্যাকসিন দেওয়া জরুরি। এ ভ্যাকসিন প্রদানের মাধ্যমে গবাদি পশুর ক্ষুরা রোগ প্রতিরোধ করা সম্ভব। এ ভাইরাসের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া ওই উপজেলার চর ও দুর্গম অঞ্চলের ৭টি ইউনিয়নে প্রায় ৬০ হাজার গরুকে টিকা প্রদান করা হবে। এতে শতভাগ গবাদি পশু এ টিকার আওতায় আসবে।

উদ্বোধনী দিনেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক গবাদি পশুকে ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়েছে এবং ২৭ জুন থেকে টিকা প্রদান কার্যক্রম পুরোদমে শুরু করা হবে।

এ সময় উপজেলা প্রাণিসম্প্রসারণ অফিসার ডা. জান্নাতি, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সুমন খান, মিজানুর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

চরাঞ্চল,গবাদি পশু,টিকা প্রদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত