ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফের বেপরোয়া সন্ত্রাসীরা, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

সিরাজগঞ্জে ফের বেপরোয়া সন্ত্রাসীরা, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্নস্থানে চিহ্নিত সন্ত্রাসীরা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ নিয়ে ২ মাসের ব্যবধানে তারা একাধিক গোলাগুলির ঘটনা ঘটায়। এ ঘটনায় মামলা হলেও তারা জামিনে বের হয়ে এসে এলাকায় আরো ত্রাসের সৃষ্টি করছে। এ কারণে এলাকায় সাধারণ মানুষের জীবন যাত্রায় বিঘ্ন ঘটছে।

বিশেষ করে ২০১৮ সালের মার্চে ওই উপজেলার পাষাণ (৩৭) ও ২০২৩ সালের মে মাসে বাপ্পি (৪০) নামে এ ২ জন র‌্যাব-১২ এর মাধ্যমে নিষিদ্ধ সর্বহারা দলের সদস্য হিসেবে আত্বসর্মপণ করে এবং তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা ছিল। তারা এলাকায় দীর্ঘদিন শান্তি শৃঙ্খলা বজায় রেখে জীবনযাপন করতো। সম্প্রতি তাদের নেতৃত্বে সহযোগীরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তারা যমুনা নদীর বালুর ব্যবসা নিয়ন্ত্রণের জন্য চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিকে যমুনা নদীতে গুলিবর্ষণ করে প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং এলাকায় আধিপত্য বিস্তার করতে জুন তৃতীয় সপ্তাহের শেষদিকে এক রাতে চালা এলাকায় মকন্দগাতি গ্রামের কয়েকজনকে মারধর করে এবং ভীতি ছড়ানোর জন্য পিস্তল ও শর্টগান থেকে ফাঁকা গুলিবর্ষণ করে।

এ ব্যাপারে মামলা করা হয় এবং পরে তারা আদালত থেকে জামিন নেয়। এ মামলার বাদীকে মারধর করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে বাধা দিতে গেলে হামলাকারীদের ছোঁড়া শটগানের গুলিতে ৩ যুবক আহত হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।

সন্ত্রাসী,আতঙ্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত