সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় চালক নূর ইসলামকে (২৪) কুপিয়ে হত্যার পর মিশুক ছিনতাই ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের হালিমা বেগম (৪০), তুহিন মন্ডল (৪০), শাহাদত সরকার (২৬) ও আশরাফুল ইসলাম (২৬)। ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্প্রতিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী গ্রামের মনি প্রামানিকের ছেলে নূর ইসলাম কামারখন্দ থেকে যাত্রী নিয়ে উল্লেখিত বাজারে যাচ্ছিল। এ সময় ওই বাজার এলাকায় পৌছলে যাত্রীবেশী ডাকাতেরা তাকে কুপিয়ে হত্যা করে এবং তার মিশুক গাড়ী ছিনতাই করে নিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয়রা উল্লেখিত স্থানে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এ মামলা ডিবি পুলিশে হস্তান্তরের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ বিশেষ তথ্য প্রযুক্তিতে এ মামলা দ্রæত তদন্ত শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ মামলার তদন্তকারী অফিসার এসআই জাকারিয়া জারজিস ও এসআই নাজমুলের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বেলকুচি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং চালককে হত্যার পর ছিনতাই করে নেয়া মিশুক গাড়িটি কামারখন্দ উপজেলার মুগবেলাই কাটাখালি থেকে উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃতরা মাদক সেবনকারী ও জুয়ারু বলে এলাকায় পরিচিত। মঙ্গলবার দুপুরে তারা আদালতে ১৬৪ ধারায় এ হত্যাকান্ডের পর মিশুক ছিনতাই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।