ঢাকা রোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

যশোরে সড়ক দুর্ঘটনার সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন ও উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই (৩০)।

আহতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তারা একটি প্রাইভেটকারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মিলন ও জুই নিহত হন।

গুরুতর আহত মামুন ও মাসুদকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনা,ছাত্রলীগ,নেতা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত