ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী সভা

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী সভা

‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা ডিসি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিজিবি, সরকারি ও বেসরকারি মাদকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি সমাজবিনাশী ব্যাধি, যা শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকা এবং অন্যকেও দূরে রাখতে সকলে সচেষ্ট হতে হবে। তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে এখনই সমন্বিতভাবে মাদকের বিরুদ্ধে সচেতনতার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সামাজিক ও পারিবারিক বন্ধন জোরদার করে, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে মাদকের আগ্রাসন রুখতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

মাদকদ্রব্য,পাচার,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত