ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পৌর প্রশাসক গোলাম জাকারিয়া

‘সকলের সহযোগিতায় পৌরবাসীর সেবা নিশ্চিত করা হবে’

‘সকলের সহযোগিতায় পৌরবাসীর সেবা নিশ্চিত করা হবে’

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি টিএলসিসি এর সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চাঁদপুর পৌর পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেছেন, চাঁদপুর শহরের বড় বড় কয়েকটি সড়কের কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এর মধ্যে রয়েজ রোড, নিতাইগঞ্জ রোড, করিম পাটওয়ারী সড়ক, জিটি রোড, ট্রাক রোডের কাজ শেষ হয়েছে। দোকানঘর ও লোহারপুল সড়কের কাজ সড়ক বিভাগকে দেওয়া হয়েছে। তবে পাশাপাশি চাঁদপুর পৌরসভা মাঝে মাঝে রাস্তাটি সংস্কার করবে। আর সাবেক বঙ্গবন্ধু সড়কটি জন্য ৮ কোটি টাকার একটি বরাদ্দ হয়েছে। তা এরমধ্যেই কাজ শুরু হবে। সকলের সহযোগিতায় পৌরবাসীর সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পৌরসভায় পানির বিল বৃদ্ধি করায় সমস্যা হচ্ছে এটি আমি বুঝতে পেরেছি। মানববন্ধনে আমি অংশগ্রহণ করেছি যাতে সবাই বুঝতে পারে তাদের কষ্টের সাথে আমিও একমত। তবে বৃহত্তর স্বার্থে এই কষ্টটিকে সবাইকে মেনে নিতে হবে। কারণ চাঁদপুর পৌরসভার ২৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারা যদি বিদ্যুৎ কেটে দেয়, তাহলে পানি উত্তোলন বন্ধ হয়ে যাবে। এখন হয়ত দাম দিয়ে কিনতে পারছেন কিন্তু বন্ধ হয়ে গেলে এই দাম দিয়েও কিনতে পারবেন না। তবে যৌক্তিক দাবি সমূহ পুনরায় পৌর পরিষদে পর্যালোচনা করে পানির মূল্য যেটি বৃদ্ধি করা হয়েছে তা কমিয়ে আনা যায় কিনা তাও বিবেচনা করা হবে। এছাড়া নিরাপদ পানি সরবরাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও শীঘ্রই আমরা কার্যকর করার চেষ্টা করছি।

আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, টিএলসিসি কমিটির সদস্য রোটারিয়ান কাজী শাহাদাত, বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সদস্য মামুনুর রশিদ বেলাল, বিপনিবাগ পৌর সুপার মার্কেটের সভাপতি মো. সফি উল্লাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী, শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই লাভলু, বিভিন্ন ওয়ার্ডের নারী প্রতিনিধি শাহানারা আক্তার শানু, নাসরিন আক্তার, নাহিদা সুলতানা সেতু, ইশিতা বেগম, রাবেয়া বেগম প্রমুখ।

পৌরবাসী,সেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত