মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ শে জুন) সকাল সাড়ে ৭ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখা পায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করে।
গাংনী থানা পুলিশের এসআই আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দু’টি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়েছি। হুমকি সম্বলিত চিরকুটে লেখা রয়েছে ‘তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভাল হতে দিচ্ছেনা। শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে? মাথায় রাখিস- আমরা জায়গার মাল জায়গায় বসে আছি। ২০১৮ সালে হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে’। এ ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।