ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন

মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত পথ দিয়ে ২৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ১৯ জনকে পুলিশ আটক করেছে, তাদের থানায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পুরুষ, নারী ও শিশুসহ ১৯ জন।

আটককৃতরা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার মরিয়ম বেগম, নিলুফার বেগম, মো. বিল্লাল যশোরের শর্শা উপজেলার আলি মিয়া, মো. মিলন শেখ ও তার স্ত্রী মুসলিমা খাতুন, রহিমা খাতুন , রুপালী বেগম, একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন, নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী স্বপ্না বেগম , সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা, রিমা খাতুন, রিমা খাতুন, আলী মিয়া, রহিমা খাতুন, শাহানারা খাতুন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম ও তাসলিমা খাতুন। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কর্মরত থাকার কথাও পুলিশের কাছে স্বীকার করেছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, গত রাতে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে নারী পুরুষ ও শিশুসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী তাদেরকে একটি বাড়িতে দেখে থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়। আটককৃতদের মধ্যে পুরুষ ৬ জন, মহিলা ৯ জন, শিশু ৪ জন।

অপরদিকে, কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে বিএসএফ পুশইন করেছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপি-তে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সীমান্ত,পুশইন,বিএসএফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত