ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে রাজশাহী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন চলতি বছরের প্রথম ৫ মাসে রাজশাহীতে ৬০২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মাদক,পাচার,র‌্যালি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত