ঢাকা সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে আল মদিনা ও সেন্ট্রাল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জে আল মদিনা ও সেন্ট্রাল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লাইসেন্স নবায়ন না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হাসপাতাল পরিচালনার দায়ে মানিকগঞ্জে দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা ও সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক।

অভিযানে আল-মদিনা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আল মদিনা হাসপাতালের বিরুদ্ধে দালাল নির্ভর চিকিৎসার অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে ডিপ্লোমাধারী নার্স এবং সার্বক্ষণিক চিকিৎসক নেই। একাধিক গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও এর সত্যতা পাওয়া গেছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক জানান, আল-মদিনা জেনারেল হাসপাতাল ও সিটি স্ক্যান এন্ড কনসালটেশন সেন্টার লাইসেন্স নবায়ন ছাড়াই পরিচালিত হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে হাসপাতাল ও ল্যাবের মালিক আরশেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, দ্রুত কাগজপত্র সম্পূর্ণ করা এবং সকল অনিয়ম সংশোধনের নির্দেশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এছাড়াও, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মানিকগঞ্জ,হাসপাতাল,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত