দিনাজপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে উৎসববন্ধন (বর্ণাঢ্য র্যালি) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসক কার্যালয় থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসববন্ধনের (বর্ণাঢ্য র্যালি) উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
র্যালিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, এডিএম মো. নুরে আলম সিদ্দিকী, বিজিবি সহ বিভিন্ন পর্যায়ের মাদক সংক্রান্ত সংগঠন সমূহ অংশ নেন।
দ্বিতীয় পর্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিকী।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মুশফেকুর রহমান, দিনাজপুর ৪২ বিজিবি'র সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহা. শরিফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাকিবুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রওনাকুল ইসলাম, বিভিন্ন মাদকাসক্তি সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান রুপম, কাজী জাফরউল্লাহ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিয়াম সরকার, মাদক থেকে সরে আসা শিক্ষার্থী সোহাগ আলী প্রমুখ।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দি এভিড্যান্স ইজ ক্লিয়ার : ইনভেস্টইন প্রিভেনশন ব্রেক দ্যা সাইকেল # স্টপ অর্গানাইজড ক্রাইম”।