ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পুঠিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় পথচারী নিহত

পুঠিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় পথচারী নিহত

রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় আলফাজ উদ্দিন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ভোর ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কালিতলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলফাজ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকশা খোরাল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে কালিতলা নামক স্থানে ভোর বেলায় আলফাজ উদ্দিন মসজিদে নামাজ শেষে রাস্তার পার্শ্ব দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাটোরের দিক থেকে রাজশাহীগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপাদিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এ ব্যাপারে শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানান, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া আলফাজের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

ট্রাক চাপা,পথচারী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত