ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি, পুষ্টি ও ফলমেলা চলছে

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি, পুষ্টি ও ফলমেলা চলছে

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ -এই স্লোগানে রাজবাড়ীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ব্যতিক্রমধর্মী কৃষিপ্রযুক্তি, পুষ্টি ও ফলমেলা।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২৮ জুন পর্যন্ত।

আয়োজকরা জানান, অপ্রচলিত ও দেশীয় ফলের সঙ্গে জনসাধারণকে পরিচিত করানো, এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ ও টেকসই ফল উৎপাদন কৌশল তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মেলায় প্রায় অর্ধশতাধিক দেশি-বিদেশি জাতের ফল প্রদর্শন করা হয়েছে। এর পাশাপাশি কৃষি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী দিকও তুলে ধরা হয়েছে।

জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রাজবাড়ীতে বছরে প্রায় ২ হাজার হেক্টর জমিতে ২৭ হাজার মেট্রিক টন ফল উৎপাদন হয়। অথচ জেলার বাৎসরিক চাহিদা রয়েছে প্রায় ৪৩ হাজার ৫০০ মেট্রিক টন। ফলে প্রতি বছর প্রায় ১৬ হাজার ৫০০ মেট্রিক টন ফল ঘাটতি রয়ে যায়। এই ঘাটতি পূরণে জেলার বিভিন্ন অঞ্চলে ফলের বাগান বৃদ্ধি পাচ্ছে এবং চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক।

জেলা প্রশাসক বলেন, “দেশীয় ফলের পুষ্টিগুণ এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “জেলায় প্রচলিত ও অপ্রচলিত মিলিয়ে ৩৮ প্রজাতির ফল চাষ হচ্ছে। দেশীয় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল চাষে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।”

স্থানীয় কৃষক, শিক্ষার্থী, গবেষক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়েছে প্রাণচাঞ্চল্যময়।

কৃষিপ্রযুক্তি,পুষ্টি,ফলমেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত