ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শহীদ আসিফের কবর জিয়ারত করলো দেবহাটা উপজেলা প্রশাসন

শহীদ আসিফের কবর জিয়ারত করলো দেবহাটা উপজেলা প্রশাসন

২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৮ জুলাই শহীদ আসিফ হাসান পুলিশের গুলিতে নিহত হন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৮ জুলাই (আজ) সকালে দেবহাটা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত এবং দোয়া কামনা করেন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় শহীদ আসিফের কবর জিয়ারত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শহীদ আসিফের পিতা মাহমুদ গাজী, দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাহিদ বিন ফিরোজ, শহীদ আসিফের জমজ ভাই রাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শহীদ আসিফের কবর জিয়ারতের সময় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় প্রশাসনের কর্মকর্তারা বলেন, আসিফের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার স্বপ্ন বাস্তবায়নে সকলে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ আসিফ হাসান পুলিশের গুলিতে আহত এক তার এক সহপাঠী শিক্ষার্থীকে পানি খাওয়ানোর সময় তিনি পুলিশের গুলিতে নিহত হন। এই একইদিনে ঢাকার মীর মুগ্ধও আন্দোলনে পিপাসিত ছাত্র-জনতাকে পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন।

উপজেলা প্রশাসন,শহীদ আসিফ,কবর জিয়ারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত