ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পা‌সে শিক্ষার পরিবেশ নেই, নেই পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাব সুবিধা। এ ছাড়াও দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কার‌ণে কো‌নো কিছুই স্বাভা‌বিকভা‌বে চল‌ছে না।

তাদের অ‌ভি‌যোগ, স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের অনুমতি পাওয়া গেলেও প্রশাসনের উদ্যোগহীনতায় কাজ‌টি এগু‌চ্ছে না। এ কার‌ণে গুরুদয়াল কলেজ ভবনে তা‌দের শিক্ষা কার্যক্রম চালা‌তে হ‌চ্ছে।

এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া ব‌লেছেন, শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুতই ইউজিসির সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

তবে শিক্ষার্থীরা বল‌ছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ব‌বিদ্যাল‌য়ে কমপ্লিট শাটডাউন চলবে।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়,কমপ্লিট শাটডাউন,ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত