ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর-৩ আসনে ৯নং ওয়ার্ড ফেরানোর দাবিতে মানববন্ধন

রংপুর-৩ আসনে ৯নং ওয়ার্ড ফেরানোর দাবিতে মানববন্ধন

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনের পুনঃনির্ধারিত সীমানা বাতিল করে সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে ফেরানোর দাবিতে রোববার রংপুর নগরীর কাচারি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটি।

মানববন্ধনের সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী।

বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব আলমগীর কবির শাহিন, কবি ও গবেষক নুর হাবিব স্বপন, আব্দুর রহিম বাবলু, মো. মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান প্রমুখ।

নজরুল ইসলাম দেওয়ানী বলেন, ‘৯নং ওয়ার্ড ঐতিহাসিকভাবে রংপুর-৩ আসনের অংশ। হঠাৎ করে এটি রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে, যা জনগণের মতামতের পরিপন্থী। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা দাবি করছি—অবিলম্বে গেজেট বাতিল করে ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনে অন্তর্ভুক্ত করা হোক। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।’

মানববন্ধনের শেষে জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি হিসেবে প্রতিবাদ জানাচ্ছেন।

মানববন্ধন,৯নং ওয়ার্ড ফেরানোর দাবি,রংপুর-৩ আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত