ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে কমিউনিটি ক্লিনিকের সিজি সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রংপুরে কমিউনিটি ক্লিনিকের সিজি সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়ন এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল-ইইউ (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোছা. সুরাইয়া আক্তার।

সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহীদুল ইসলাম।

প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) মো. জিয়াউর রহমান।

এছাড়া বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার মো. আসাদুজ্জামান, ইউপি সদস্য মো. তোবারক আলী ও মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য পরিদর্শক মো. শাহাজালাল মিয়া, শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেন, মো. আসলাম ও বেনজির লায়লা।

আলোচনায় বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ জন্য সিজি সদস্যদের সক্রিয় করে নিয়মিত সভা আয়োজন, দায়িত্ব-কর্তব্য পালনে উৎসাহ দেওয়া এবং অতিদরিদ্র ও অতিনাজুক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ওরিয়েন্টেশনে কুর্শা ইউনিয়নের চন্ডিপুর, বাহাগিলি, রামনাথ ও শিবু কমিউনিটি ক্লিনিকের সিজি সভাপতি, সিএইচসিপি, জমিদাতা, ক্যাশিয়ার ও সাধারণ সদস্যসহ মোট ২৫ জন অংশ নেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠিত,সিজি সদস্য,রংপুরে কমিউনিটি ক্লিনিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত