ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার প্রকল্পে পানি সরবরাহ বন্ধ

পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার প্রকল্পে পানি সরবরাহ বন্ধ

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ প্রকল্প অকার্যকর হয়ে পড়েছে। প্রকল্পের আওতায় স্থাপিত পাম্প থেকে প্রায় তিন বছর ধরে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে কয়েক হাজার পৌরবাসী পৌরসভার তত্ত্বাবধানে বিশুদ্ধ পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে নিজস্ব ব্যবস্থায় পানি ব্যবহার করছেন।

সূত্র জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০২১–২২ অর্থবছরে ‘পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থা উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়।

২০২২ সালে পৌর এলাকার ওসমানপুর মৌজায় বাসস্ট্যান্ডের পাশে সাবেক কাউন্সিলর সাহেব আলীর জমিতে, সোনাকান্তর মৌজায় লাল মিয়ার জমিতে এবং গাড়াবেড় জামে মসজিদের সামনে তিনটি পাম্প বসানো হয়।

তবে মাত্র চার মাস পানি সরবরাহের পরই তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে কার্যক্রম স্থবির।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৌরবাসী অভিযোগ করেন, তৎকালীন পৌর মেয়র ও আ.লীগ নেতা তাজিমুল ইসলাম শামীম, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আল মামুন ও পৌর সচিব আব্দুর আ. রহিমের সংশ্লিষ্টতায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

তাদের মতে, কাজ স্বচ্ছভাবে সম্পন্ন না হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই প্রকল্প তদন্ত করে পুনরায় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন পৌরবাসী।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম জানান, পৌরবাসী পানির বিল না দেওয়ায় এবং যান্ত্রিক ত্রুটির কারণে পানি সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।

পানি সরবরাহ বন্ধ,২০ কোটি টাকার প্রকল্প,পীরগঞ্জ পৌরসভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত