ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

র‌্যাব-১৩ এর অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর সাড়ে ৫টায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল কোতয়ালী থানার আস্কারপুর ইউনিয়নের খানপুর সাকিনস্থ মাহবুবর রহমানের বসত বাড়িতে অভিযান চালিয়ে শোকেসের ভিতর থেকে একটি পলিথিনে মোড়ানো অবৈধ বিদেশী পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে।

ম্যাগাজিনের একটি লোড করা ছিল ৬ রাউন্ড তাজা গুলিতে। জব্দকৃত আলামত পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার লক্ষ্মীটারী ইউনিয়নের একটি সিএনজি তল্লাশীকালে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আ. বারিক, মো. মুস্তাকিম ও মো. রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে রংপুরের অন্য একটি অভিযানে ১৩.৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দসহ মো. ওহিদুল বিশ্বাস, মো. তরিকুল ইসলাম ও মো. সাবান আলীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ জানিয়েছে, এসব অভিযান চলমান রয়েছে এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য রোধে তারা কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

গুলি উদ্ধার,বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড,র‌্যাবের অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত