
একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধিকে মব তৈরি করে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিক সমাজ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর মহানগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত সাংবাদিকরা।
মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জমান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাযহারুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিটি প্রেস ক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাবেক প্রেসক্লাবের সভাপতি মাহবুবার রহমান, সাজ্জাদ হোসেন বাপ্পি, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক মুকুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সময় টেলিভিশনের নাজমুল হোসেন নিশাত, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, এনসিবি নেতা আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক পাটির শ্যামল বর্মন, রংপুর এবি পার্টির নেতা রুজু হোসেন সহ বিভিন্ন সংগঠনের সভাপতি-সম্পাদক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধনে রংপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক সহ জেলার বিভিন্ন উপজেলা সাংবাদিক ও সুশীল সমাজ অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিক লিয়াকত আলী বাদল রংপুর সিটি কর্পোরেশনের অটোরিক্সা লাইসেন্স দেবার নামে ৫ কোটি টাকা বাণিজ্য করার খবর প্রকাশ করলে লাইসেন্স বন্ধ করা হয়। এই ঘটনায় রকির নেতৃত্বে একটি দল ক্ষুব্ধ হয়ে মব সৃষ্টি করে হামলা চালায়। মব সৃষ্টি করে যারা হামলা চালায় অতিদ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচি হতে।
সভা শেষে দাবি আদায় না হলে আগামী বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।