
রংপুরে টাইফয়েড টিকাদানে সচেতনতা বৃদ্ধিতে একটি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম প্রকল্পের আওতায় গার্লস গাইড এবং বাংলাদেশ স্কাউটসের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে জেলা পর্যায়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রংপুর স্কাউট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় রংপুর জেলা তথ্য অফিস এই কর্মশালা আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ই অক্টোবর হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে একডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
টাইফয়েডে আক্রান্ত শিশু-কিশোরদের প্রসঙ্গে তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশে টাইফয়েডে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ, যার মধ্যে মৃতের সংখ্যা ৮ হাজার। এর মধ্যে ১৫ বছরের কম বয়সি শিশুদের মৃতের সংখ্যা ৬ হাজার।
প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে টিকার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহায়তায় টিকাদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, হাম, পোলিও, ধনুষ্টংকার, হেপাটাইটিস, হিমোফাইলাস এবং নিউমোনিয়া রোগ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব হচ্ছে।
টাইফয়েড সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার হ্রাস প্রসঙ্গে তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা নেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা এবং দূষিত বা অপরিষ্কার খাবার এড়িয়ে চলা জরুরি। টিকা কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি, প্রচার এবং টিকাদান কেন্দ্রে সহায়ক ভূমিকা রাখতে তিনি স্কাউট ও গার্লস গাইড সদস্যসহ উপস্থিত সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রংপুর বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল বলেন, আজকের কর্মশালার অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্কাউট ও গার্লস গাইডরা বাড়ি বাড়ি গিয়ে বা জনসমাগমে টিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করবে এবং টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করবে।
কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টিকা নিবন্ধনে সহযোগিতা ও টিকা গ্রহণে উৎসাহিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক রমিজ আলম বলেন, প্রচার কার্যক্রম এবং যেকোনো দূর্যোগ মোকাবিলায় রোভার স্কাউট এবং গার্লস গাইড ভূমিকা রেখে আসছে।
তিনি আরো বলেন, এই টিকাদান কর্মসূচিকে দুইটি ফেজে ভাগ করা হয়েছে- ৭০% শিক্ষা প্রতিষ্ঠান এবং বাকি ৩০% কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে।
শিক্ষার্থী-অভিভাবকসহ কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে তিনি রোভার স্কাউট এবং গার্লস গাইডদের সদা প্রস্তুত থাকার পরামর্শ দেন।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ (প্রশাসন ও অর্থ) এ মু’মেন, মেডিক্যাল অফিসার ডা. মো. মাহিনুর ইসলাম, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের আঞ্চলিক প্রতিনিধি মনজুর আহমেদ, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, রংপুর জেলা স্কাউটসের সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় রংপুর বিভাগের ৮টি জেলায় ৪৯ লক্ষ শিশু-কিশোরদের মাঝে টিকা দেওয়া হবে।