ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা পুনর্নির্মাণ

চট্টগ্রামে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা পুনর্নির্মাণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের খননকাজ শেষে তিনি যে বৈঠকখানায় বিশ্রাম নিয়েছিলেন, সেটি পুনর্নির্মাণ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) এ বৈঠকখানার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় সিটি মেয়র তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণে তার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, বরুমতি খাল খনন কর্মসূচি ছিল গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও এলাকাবাসী ভোগ করছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিখার হোসেন, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সিআইপি হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনজুর আলম তালুকদার।

জিয়াউর রহমান,বৈঠকখানা,পুনর্নির্মাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত