ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘যারা পিআর চায়, তারা বাংলাদেশের নির্বাচন চায় না’

‘যারা পিআর চায়, তারা বাংলাদেশের নির্বাচন চায় না’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায়, তারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র চায় না। তারা শুধু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অমান উল্লাহ আমান বলেন, “যারা পিআর পদ্ধতি চাচ্ছে, তারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না; তারা চায় দেশে অস্থিরতা।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।”

জনসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

বাংলাদেশের নির্বাচন,পিআর,আমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত