ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাড়ির থামিয়ে হেলমেটধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ার, ব্যবসায়ী খুন

গাড়ির থামিয়ে হেলমেটধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ার, ব্যবসায়ী খুন

চট্টগ্রামের রাউজানের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ীর নাম হাকিম আলী (৪৫)। তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের আলী মদনের পুত্র।

মঙ্গলবার বিকেলে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় ওয়াসা পাম্পের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে হাকিম আলী নিজস্ব প্রাইভেটকারে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় আগে থেকে উৎ পেতে থাকা হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তরা তার গাড়ির গতি রোধের সংকেত দেয়। গাড়িটি সংকেত না মেনে সামনের দিকে অগ্রসর হলে যানজটে আটকে পড়ে।

মুহূর্তেই সন্ত্রাসীরা গাড়ির সামনে গিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়ির সামনের গ্লাস ভেদ করে গুলি হাকিম আলীর বুকে লাগে। গুলি চালিয়ে সন্ত্রাসীরা মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা পালিয়ে গেলে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় স্থানীয়রা হাকিম আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অবস্থায় গাড়িচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যার পর রাউজানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিক্ষোভ মিছিল বের করেন। তারা নোয়াপাড়া পথের হাট ও মুন্সিরঘাট এলাকায় সমাবেশ করে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভ চলাকালে দুইটি সড়কে যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক হাকিম আলী আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে দলের রাজনীতিতে সক্রিয় হন। প্রথম জীবনে তিনি হারবাল ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে নিজ এলাকায় “হা-মিম এগ্রো” নামে একটি বৃহৎ গরুর খামার প্রতিষ্ঠা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাবু বলেন, “ঘটনাটি ঘটেছে হাটহাজারী এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”

ব্যবসায়ী খুন,সন্ত্রাসীদের ব্রাশ ফায়ার,গাড়ির থামিয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত