
রংপুরের পীরগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতির সংরক্ষণে ৮২৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।
আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, সরকারি পরিচালক নাজমুন নাহার মায়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে উপজেলার উন্মুক্ত জলাশয়গুলোর মধ্যে বড় বিলায় ১৪০ কেজি, বামনের বিলে ৬০ কেজি, আত্রাই বিলে ৪০ কেজি, রায়পুরস্থ বিলে ৪০ কেজি ও নতনীর বিলে ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এছাড়া একই সময়ে পীরগঞ্জ মেরিন একাডেমির পুকুর, উপজেলা পরিষদ পুকুর, থানা পুলিশের পুকুরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে অতিরিক্ত আরও ৫০০ কেজি মাছের পোনা ছাড় দেওয়া হয়েছে।
অবমুক্ত করা মাছের পোনার মধ্যে ছিল দেশীয় শিং মাছসহ রুই, কাতলা, মৃগেল ও কালবাউস প্রজাতি।
পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের খাদ্যে আমিষের ঘাটতি পূরণে সহায়ক হবে এই উদ্যোগ। এটি স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।”