
রংপুরের পীরগঞ্জে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পীরগঞ্জ শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, বেধড়ক লাঠিচার্জ ও আটক প্রতিরোধে সারা দেশের ন্যায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা বাশিসের সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায়। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী বিএসসি, জলাইডাঙ্গা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্দসর আলম, ভীমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব, ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান ফারুক, হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামীম আরা পারভীন (স্বপ্না), চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান সহ বেশ কয়েকজন শিক্ষক-নেতৃবৃন্দ।
সভায় শিক্ষক নেতারা সরকারের প্রতি তাদের দাবি মেনে নেওয়া এবং শিক্ষক নির্যাতন বন্ধের আহ্বান জানান। তারা বলেন, “অবিলম্বে এ দাবী মেনে নিন। তা না হলে জাতীয়করণ বা মৃত্যুদণ্ডের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
প্রায় ২ ঘণ্টা স্থায়ী এই মানববন্ধনের পর শিক্ষকরা উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিলও পরিচালনা করেন। উক্ত কর্মসূচীতে পীরগঞ্জের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।