ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই সনদের পর নির্বাচন হতে বাধা নেই: চুয়াডাঙ্গায় দুদু

জুলাই সনদের পর নির্বাচন হতে বাধা নেই: চুয়াডাঙ্গায় দুদু

জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে বিএনপি প্রত্যাশা করছে।

শনিবার সকালে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে, ভিন্নমত প্রকাশেরও সুযোগ আছে। যেসব দল ভিন্নমত পোষণ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি, আমাদের ধারণা তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কেননা, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ইতোমধ্যে বলেছেন, যেসব দল স্বাক্ষর করেনি তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ রয়েছে।

বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও গতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা।

চুয়াডাঙ্গায় দুদু,নির্বাচন হতে বাধা,জুলাই সনদের পর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত