ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদীতে ভাসমান অবস্থায় শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।

এর আগে, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীকৃষ্ণ দাস নিজের বাড়ির পাশের ধনু নদীতে ডিঙি নৌকায় করে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।

ইটনা ধনপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, “আজ সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।”

স্বজনদের বরাত দিয়ে এসআই নিখিল চন্দ্র দাস আরও বলেন, “নিহত শ্রীকৃষ্ণ দাস বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। তবুও জীবিকার তাগিদে মাছ ধরতে বের হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় দুর্বল শরীরের কারণে তিনি নদীতে পড়ে যান এবং ডুবে মারা যান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নদী,নিখোঁজ,জেলে,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত