
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুহাটে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে পড়ে কৃষক কোরবান আলী (৫৩)। এ সময় তার কাছে থাকা গরু কেনার ৭২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের কৃষক কোরবান আলী শনিবার দুপুরের দিকে গরু কেনার জন্য ওই হাটে যায়। বিকেলে ওই হাটের উত্তর পার্শ্বে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিশেষ কৌশলে তাকে অজ্ঞান করে এবং তার কাছে থাকা উল্লেখিত টাকা নিয়ে যায় তারা। হাট কমিটির সদস্যরা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে এবং ওইদিন রাতে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ওই হাট কমিটির নেতৃবৃন্দ এ ঘটনা খতিয়ে দেখছেন এবং এ বিষয়ে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা বলেন, ওই হাটে অজ্ঞান পার্টির ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।