ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চবিতে সিরাত মাহফিল ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চবিতে সিরাত মাহফিল ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিনারের আয়োজনে সিরাত মাহফিল ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজাহারি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন এক সময় রাসূল (সা.) মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আগমন করেন যখন পুরো পৃথিবী পাপাচারে নিমজ্জিত ছিল। কিন্তু কোরআনের আলো এবং রাসূলের সান্নিধ্যে সেই জাতি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আজ কোটি কোটি মুসলমান নির্যাতিত হলেও আমাদের মধ্যে সীরাতের চর্চা কম। রাসূল (সা.) এর জীবনী না জানার কারণে সমাজ ও রাষ্ট্র নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমাদের দুনিয়ার নেতাদের অনুসরণ করার প্রবণতা থাকলেও রাসূল (সা.) এর জীবন সম্পর্কে অনেকেই জানি না। তাই প্রত্যেকের অন্তত একটি সীরাত গ্রন্থ পাঠ করা প্রয়োজন।

প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজাহারি “যুগোপযোগী নেতৃত্ব তৈরিতে নববী নেতৃত্বের প্রয়োজনীয়তা” বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির আদর্শ নেতা যার নেতৃত্বে ছিল না স্বার্থপরতা কিংবা ক্ষমতার অহংকার; বরং ছিল সেবা, ভালোবাসা ও মানবকল্যাণের অঙ্গীকার। তিনি রাসূল (সা.) এর নেতৃত্বের বারোটি গুণ আল্লাহভীতি, ন্যায়পরায়ণতা, দূরদৃষ্টি, সহনশীলতা, শূরা গ্রহণ, দয়া ও মানবিকতা, সাহস ও দৃঢ়তা, সহযোগিতার মানসিকতা, বিনয়, যোগাযোগ দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও আত্মত্যাগ তুলে ধরেন।

তিনি বলেন, নববী নেতৃত্বের এই গুণগুলোর অনুসরণ করলে সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠা পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং মিনারের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে সীরাত পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারী ট্যাব এবং তৃতীয় স্থান অর্জনকারী স্মার্টফোন পান। এছাড়া ৪র্থ থেকে ২০তম স্থান অধিকারীরা সম্মানজনক অর্থ পুরস্কার এবং ২১ থেকে ১০০তম স্থানপ্রাপ্তরা ইসলামী বই পান।

পুরস্কার বিতরণ,সীরাত প্রতিযোগিতা,চবিতে সিরাত মাহফিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত