ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

সালমান শাহ’র হত্যাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

সালমান শাহ’র হত্যাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের আইডল চিত্রনায়ক সালমান শাহ’র হত্যা কোনোভাবেই সাংস্কৃতিক অঙ্গনের জন্য শুভ লক্ষণ নয়। এতদিনেও তার হত্যার রহস্য উন্মোচন হয়নি। এখন সময় এসেছে প্রকৃত তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের শাস্তির আওতায় আনার।

চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকুলের ডাকে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নাফিসা সুরভি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন আহমেদ। এসময় সালমান শাহ ভ্ক্তরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাড়িতে মৃত্যু হয় বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র। এরপর থেকে তার মা নীলা চৌধুরী আইনি লড়াই চালিয়ে যান। সালমান শাহ’র স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সালমান শাহ,হত্যাকারী,চুয়াডাঙ্গা,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত