ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার: ফয়জুল করীম

এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতীকগুলো জনসাধারণের কাছে তেমন পরিচিত নয়, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীক সমগ্র সমাজে সমানভাবে জনপ্রিয়।

তিনি আরো বলেন, নৌকা, ধান বা লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে। হাত পাখা সবাই চালাতে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাও এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, যারা নৌকা নিয়ে ভোটে যায় তারা নৌকা চালাতে জানে না, যারা ধান নিয়ে ভোটে যায় তারা ধান কাটতে জানে না আর যারা লাঙল নিয়ে ভোটে যায় তারা লাঙল চালাতে জানে না।

মুফতি ফয়জুল করীম বলেন, হাতপাখা এমন একটি প্রতীক যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই চেনে এবং ব্যবহার করতে জানে।

তিনি উল্লেখ করেন, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না। তার মতে, হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়।

তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, “সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার। বিএনপি ও আওয়ামী লীগ এই দুই দল দেশকে ৫ বার দূনীর্তিতে চ্যাম্পিয়ন করেছে। হাত পাখাকে পরীক্ষা করে দেখেন। যাদের পরীক্ষা করেছেন তারা ফেল করেছে। তারা এখন নিজেরা নিজেরা মারামারি করে।

এসময় সবাই হাত পাখা ‘হাত পাখা’ বলে স্লোগান দেয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব আলহাজ্ব কে. এম. আতিকুর রহমান, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মুনতাসির আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, মাওলানা মাহমুদুল হাসান সুমন দেওয়ান।

এছাড়া বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মো. মহিউদ্দিন বেপারী, জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী প্রমুখ।

হাতপাখা,বাংলাদেশ,ফয়জুল করীম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত