ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মনোনয়ন পেয়ে আশার আলো দেখছেন ফজলুর রহমান

মনোনয়ন পেয়ে আশার আলো দেখছেন ফজলুর রহমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আমার এবং ভাটি এলাকার দুঃসময় কেটে গেছে। আল্লাহর রহমতে ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি নতুন আশার আলো দেখছি।”

শনিবার বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ফজলুর রহমান বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হাওরকে মনের মতো করে সাজানো হবে।”

মনোনয়ন পাওয়ার পর হাওর এলাকায় এটিই ছিল ফজলুর রহমানের প্রথম জনসমাগমমূলক অনুষ্ঠান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই অষ্টগ্রাম পাইলট স্কুল মাঠে উপচে পড়া ভিড় জমে। উদ্বোধনী খেলায় অংশ নেয় অষ্টগ্রাম একাদশ ও কাস্তুল একাদশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন প্রমুখ।

খেলোয়াড়দের উদ্দেশে ফজলুর রহমান বলেন, “খেলাধুলা শুধু শারীরিক শক্তির বিকাশ নয়, এটি দলের মধ্যে একতা ও মানসিক দৃঢ়তার অনুশীলন। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ ও সামাজিক বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করে।”

ফজলুর রহমান,আশার আলো দেখছেন,ধানের শীষে মনোনয়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত