
যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, যশোর জেলা পশ্চিম শ্রমিক নেতা মাওলানা আদম আলী, ও উলাশী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আবুল খায়ের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন উলাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেরশাহ।
বক্তারা বলেন, ইসলামভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে জামায়াতের কর্মীরা সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। তারা এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, আমরা চাই শার্শা উপজেলায় শান্তি প্রতিষ্ঠা করতে। মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে একটি স্মার্ট শার্শা গড়ে তুলতে চাই।”
উঠান বৈঠকে এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।