
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক তাড়াইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তাড়াইল উপজেলা বিএনপির আয়োজনে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. এম ওসমান ফারুক।
ড. এম ওসমান ফারুক বলেন, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে আমাদের প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসা নয়। তাড়াইল-করিমগঞ্জের মানুষের কল্যাণের জন্যই আমি বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। আজীবন সকলের মঙ্গলের জন্য কাজ করতে চাই।
ড. এম ওসমান ফারুক দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত হন। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর গত বছরের অক্টোবর মাসে তিনি দেশে ফিরে আসেন। সম্প্রতি বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য নির্বাচিত করেছে। ৫ নভেম্বর তিনি পুনরায় দেশে ফিরে নির্বাচনী এলাকা তাড়াইল-করিমগঞ্জে সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন।
তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছাইদুজ্জামান মোস্তফা, করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, চাচাতো ভাই মিসবাহ উদ্দিন টুটুল, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার আগে তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান খান সেলিম এর কবর জিয়ারত করেন ড. এম ওসমান ফারুক।