
বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি প্রবাহের প্রধান কেন্দ্রবিন্দু। জাতীয় অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে বন্দরটি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বড় ধরনের অবদান রেখে চলেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) একদিনে চট্টগ্রাম বন্দরে গেট পাস ইস্যু হয়েছে মোট ৬ হাজার ৩০১টি, যার মধ্যে কনসাইনি গেট পাস ৪ হাজার ৭৩৪টি এবং অফ-ডক গেট পাস ১ হাজার ৫৬৭টি। এই সংখ্যা একদিনে ইস্যু হওয়া গেট পাসের ক্ষেত্রে সর্বোচ্চ এবং নতুন রেকর্ড। বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে দ্রুত কনটেইনার হ্যান্ডলিং, গেট অপারেশন, ডকুমেন্ট প্রসেসিং এবং রিয়েল-টাইম মনিটরিং সম্ভব হওয়ায় সেবার মান যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ীদের সময় ও খরচ দুই-ই কমেছে।
বন্দরকে আরও স্মার্ট ও অটোমেশন–নির্ভর করতে গৃহীত উদ্যোগ ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।