ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাবির শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে কাজলা গেটে মহাসড়ক অবরোধ

রাবির শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে কাজলা গেটে মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর উপর মুখোশধারীদের হামলা, ২ জনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কাজলা গেটে (রাজশাহী-নাটোর মহাসড়ক) অবরোধ করে বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হন। এরপর সড়কে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন। তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন।

জানা গেছে, গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে। মিনহাজকে রামদা দিয়ে আঘাত করা হয় এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়।

রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। সেই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধোরের আঘাতের চিহ্ন রয়েছে।

আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ঘটনার প্রতিবাদে ঐ রাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

মহাসড়ক অবরোধ,কাজলা গেট,রাবির শিক্ষার্থী নির্যাতন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত