ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম–১৩ আসনে প্রচারণায় এগিয়ে জামায়াতের মাহমুদুল হাছান

চট্টগ্রাম–১৩ আসনে প্রচারণায় এগিয়ে জামায়াতের মাহমুদুল হাছান

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে আরও সরব হয়ে উঠেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। দিন-রাত মাঠে থেকে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ায় তিনি এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রতিটি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

সকালে ইউনিয়নভিত্তিক কর্মীসভা, বিকেলে উঠান বৈঠক, আর রাতে বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়—এভাবেই ব্যস্ত সময় পার করছেন এই প্রার্থী।

এলাকা সূত্রে জানা গেছে, আনোয়ারা ও কর্ণফুলীর প্রতিটি গ্রামে তিনি কয়েক দফা খোঁজখবর নিয়েছেন এবং দাঁড়িপাল্লা মার্কার পক্ষে সমর্থন চেয়েছেন। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে প্রায় প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করছেন তিনি। এসব বৈঠকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় জামায়াত সমর্থকরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

পাশাপাশি এলাকার অসুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়ায় তিনি ভোটারদের কাছে বাড়তি জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রতিটি উঠান বৈঠকে তিনি বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতা, জনগণের প্রত্যাশা এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।

এ প্রসঙ্গে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেন, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আনোয়ারা–কর্ণফুলীর মানুষের প্রতিটি সমস্যা আমার জানা আছে। সুযোগ পেলে এলাকাকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায়বিচারের ক্ষেত্রে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলবো। দাঁড়িপাল্লা মার্কায় জনগণ আমাকে মূল্যায়ন করবে—এটাই আমার বিশ্বাস।

এদিকে তার প্রচারণার তীব্রতা বাড়ায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির প্রার্থীরা বিষয়টি গভীরভাবে নজর রাখছেন।

অনেকের মতে, ধারাবাহিক মাঠমুখী প্রচারণা, ঘনিষ্ঠ জনসম্পৃক্ততা এবং নিয়মিত গণসংযোগ চট্টগ্রাম–১৩ আসনের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চূড়ান্ত নির্বাচনী ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে, তবে এরই মধ্যে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী আনোয়ারা–কর্ণফুলীজুড়ে আলোচিত ও সক্রিয় প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন।

মাহমুদুল হাছান,জামায়াতে,চট্টগ্রাম–১৩ আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত