ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ 

বোয়ালখালীর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ 

বোয়ালখালী উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণের হাতে শিক্ষার্থীদের সাঁতার শেখার সুবিধার্থে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতি বছর সাঁতার না জানায় পুকুরে কিংবা নদীতে ডুবে অনেক শিশু মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের মাঝে সাঁতার শেখার আগ্রহ বৃদ্ধিতে এ উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার।

এসময় ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি প্রাথমিক বিদ্যালয়, স্কাউট, রোভার স্কাউটসদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

জ্যাকেট বিতরণ,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত