ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় লিঙ্গ-সম্পর্কিত সমস্যা সমাধানে পরামর্শ সভা

কক্সবাজারে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় লিঙ্গ-সম্পর্কিত সমস্যা সমাধানে পরামর্শ সভা

কক্সবাজারে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা খাতে লিঙ্গ-সম্পর্কিত সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে কক্সবাজারের একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।

প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের আওতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) সভাটি আয়োজন করে।

এতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার মধ্যে লিঙ্গ-নির্দিষ্ট সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি ও কক্সবাজার অঞ্চলের পর্যটন পুলিশের প্রধান আপেল মাহমুদ।

তিনি বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য একটি লিঙ্গ-সংবেদনশীল ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিঙ্গ বিশেষজ্ঞ বিথিকা হাসান, ইপসা’র সহকারী পরিচালক আবদুস সবুর, ইউএনডিপির প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান এবং মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

বক্তারা জানান, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের সঙ্গে যুক্ত নারীরা প্রায়ই অনিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যঝুঁকি, মজুরি বৈষম্য এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সীমিত অংশগ্রহণের মতো সমস্যার মুখে পড়েন।

তারা এই খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নীতি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সুরক্ষামূলক সরঞ্জামের সহজপ্রাপ্যতার ওপর গুরুত্বারোপ করেন।

পরামর্শ সভায় সরকারি সংস্থা, উন্নয়ন সংস্থা, পরিবেশ বিশেষজ্ঞ এবং স্থানীয় অংশীদারদের প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আয়োজকরা জানান, সভা থেকে প্রাপ্ত সুপারিশগুলো কক্সবাজারে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশগতভাবে দায়িত্বশীল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

পরামর্শ সভা,লিঙ্গ-সম্পর্কিত সমস্যা সমাধান,প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত