ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমন যাত্রীর মৃত্যু

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমন যাত্রীর মৃত্যু

রাজবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নছিমনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলমাস শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছাব্দুল খার পাড়ার করিম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক দুর্গাপুর ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে পড়ে যায়। এ সময় নাটোর থেকে গোয়ালন্দগামী যাত্রীবোঝাই একটি নছিমন ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে নছিমনে থাকা যাত্রীদের মধ্যে আলমাস শেখ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক থেকে সিমেন্ট খালি করে নিহতের মরদেহ উদ্ধার করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজবাড়ী,ট্রাক,নছিমন,যাত্রীর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত