
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুমুরিয়া-আন্দুলবাড়ীয়া সড়কের ডুমুরিয়া গ্রামের শেষপ্রান্তে চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন একই উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার আকবার আলীর ছেলে। তিনি পেশায় পাওয়ারটিলার চালক ছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের বড় মসজিদ পাড়ার মনোয়ার হোসেনের ছেলে স্বপন হোসেন (২৮)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিলন ও স্বপন পাওনা টাকা আদায়ের জন্য শনিবার সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে আন্দুলবাড়ীয়া এলাকায় ইটভাটায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সাথে ধাক্কা লেগে মিলন ঘটনাস্থলেই নিহত ও স্বপন আহত হন।
দুর্ঘটনার বিষয়ে সেনেরহুদা গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী বলেন, খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।