
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় পুলিশের টানা পাঁচ ঘণ্টার অভিযানে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে, অভিযানে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে ঈদগড় পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়ের একটি দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যায়। ফলে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ঈদগড় ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধে ব্যবহৃত অস্ত্রের একটি বড় অংশ স্থানীয়ভাবে তৈরি হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও স্থায়ীভাবে এসব কারখানা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের পর এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।